April 26, 2024, 9:02 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক

জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-মাদকসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বানদিঘী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সেলিম মালিক।

আটকরা হলেন- কালাই উপজেলার বানদিঘী গ্রামের ছফির উদ্দিনের ছেলে মাহবুব মন্ডল (৪২), কালাই থানাপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের আয়ভাঙ্গি গ্রামের হামিদের ছেলে সাদ্দাম হোসেন।

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, বানদিঘী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা, দুই রাউন্ড গুলি, হাতুড়ি, ছুরি, কাঠের লাঠি জব্দ করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও মাদক কারবারি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।



ফেসবুক পেইজ