লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে অধি— পরামর্শ সভা ২৯ সেপ্টেম্বর (বুধবার) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ—পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন।
কোডেক এর প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, মেডিকেল অফিসার ডা: জুনাইদ আহমেদ মারুফ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম, কোডেক প্রজেক্ট অফিসার মো: হানিফ প্রমুখ।
সভায় জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে করনীয় বিষয়ে বিভিন্ন দাবী উথাপন করা হয়। পরে অতিথিবৃন্দ দাবী বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ^াস দেন। এসময় বিভিন্ন জেলা সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *