May 6, 2024, 4:53 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ রোধে আবাসিক এলাকা লকডাউন করে দিয়েছে যুবসমাজ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং নিজেদের সুরিক্ষত রাখতে সমসেরাবাদ আবাসিক এলাকা লকডাউন করে দিয়েছে স্থানীয় যুবসমাজ। পৌর শহরের ৭ নং ওয়ার্ড সমসেরাবাদ জোড়দিঘির পাড় সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে পুরো আবাসিক এলাকা লকডাউন করা হয়।

এসময় এলাকার মূল ৪টি প্রবেশধার বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। একই সাথে পুরো এলকার রাস্তা দু-পাশ পরিস্কার পরিচ্ছন্ন করে জীবাণুনাশক স্প্রে করে ওই এলাকার যুব সদস্যরা। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় একাধিক স্থানে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।

লকডাউনকৃত ওই এলাকার কেউ অপ্রয়োজনে বের হচ্ছেনা এবং অপরিচিতিসহ বাইরের কাউকে ঢুকতেও দিচ্ছেনা তারা। তবে এসময় জরুরী প্রয়োজনে সেবা দিতে স্বেচ্ছাসেবি সদস্যরা প্রস্তুত রয়েছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। একইভাবে শহরের বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে লকডাউন করে রেখেছে স্থানীয় যুবসমাজ।



ফেসবুক পেইজ