April 28, 2024, 7:32 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলে পুলিশের সঙ্গে ডিউটি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনায় জনসাধারণকে ঘরে রাখতে কাজ করছে পু‌লিশ। তারা জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি বিনা প্রয়োজনে বাইরে বের হলে নানা রকম শাস্তিও দিচ্ছেন। তবে কুড়িগ্রামে ব্যতিক্রমী শাস্তির ব্যবস্থা করেছে জেলা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) থেকে মোটরসাইকেল নিয়ে বিনা প্রয়োজনে সড়কে বের হলেই পুলিশের সঙ্গে বাজারে আট ঘণ্টা ডিউটি করতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পেজে পোস্টে দিযে এ নিয়ে সতর্ক করেছে জেলা পু‌লিশ।

পোস্টটিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদেরকে আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণে ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন? কি করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?

এ প্রসঙ্গে কুড়িগ্রামের পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান বলেন, করোনা মোকা‌বেলায় জেলা পু‌লিশ দিন-রাত কাজ করছে। বিনা-প্রয়োজনে মানুষকে বাইরে আসতে নি‌ষেধ করলেও অনেকে তা মানছেন না। আমরা এর আগে কিছু মোটরসাই‌কেল আটক করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফ‌লে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব্যবস্থা নেয়া হবে। সে ল‌ক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবুও মানুষ যেন ঝুঁ‌কি নিয়ে বাইরে না আসে।



ফেসবুক পেইজ