May 2, 2024, 2:02 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

বরগুনায় নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি

বরগুনার সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজকে মামলাসহ নানাভাবে হুমকির অভিযোগ উঠেছে।নিজের নিরাপত্তা চেয়ে শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।খোঁজ নিয়ে জানা যায়, কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা খোলামেলাভাবে কর্মচারীদের সঙ্গে মিলে নকলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। এমনকি রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই পরীক্ষায় অংশ নিচ্ছেন অনেকে।

এছাড়া কর্মচারীদের দিয়ে পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালনসহ বিভিন্ন অভিযোগ নিয়ে ১৫ জুন বৃহস্পতিবার সময় টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে সময় টেলিভিশনের বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মামলা দায়েরসহ মারধরের হুমকি দিয়েছেন ওই ইনস্টিটিউটের হিসাবরক্ষক এনামুল হক এ বিষয়ে সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ বলেন, ‘প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের খবর শুনে সংবাদ সংগ্রহে গেলে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের নকল করার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন করেন কর্মচারীরা। এ নিয়ে সংবাদ প্রচার হলে আমাকে মামলাসহ মারধরের হুমকি দিয়েছেন ওই ইনস্টিটিউটের হিসাবরক্ষক এনামুল হক। এছাড়া আমার সম্মান ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রস্তুতিও নিয়েছেন হিসাবরক্ষক এনামুল হক, শিক্ষক পরিচয়দানকারী নজরুল ইসলামসহ বেশ কয়েকজন।’এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ  বলেন, সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজকে হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক পেইজ