May 2, 2024, 5:40 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

গাঁজা গাছসহ সাবেক মেম্বারের স্ত্রী গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোশারফ হোসেন সেন্টু নামে সাবেক এক ইউপি সদস্যের বাড়ির পাশ থেকে ১৬টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীসহ দুজনকে গ্রেফতার করা হয়।শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাদের আটক করা হয়।গ্রেফতাররা হলেন- সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন সেন্টুর স্ত্রী জোৎসনা বেগম (৪২) ও মাদকসেবী নবীন (৩২)এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কংশপুরা এলাকায় অভিযান চালাই। সেখানে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন সেন্টুর বাড়ির ধইঞ্চা ক্ষেত থেকে রোপণ করা ১৬টি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ গুলোর উচ্চতা সাড়ে ৩ থেকে ৫ফিটের মতো। এসময় সেন্টুর বাড়ি থেকে দুই পুড়িয়া গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি ঘর বানানো ছিল। সেখানেই গাঁজা সেবন করার চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, যেহেতু সেতুর বাড়ির পাশে জমি থেকে এসব গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে সাবেক ইউপি সেন্টু এর সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা করা হয়েছে।



ফেসবুক পেইজ