April 29, 2024, 10:28 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে মশারী ও কয়েল বিতরণ

লক্ষ্মীপুর: ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে সচেতনতামূলক লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি ও কয়েল বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বাজার প্রধান সড়ক, মুক্তিযোদ্ধা মার্কেট, চকবাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিটি দোকানে সচেতনতামূলক লিফলেট, রিক্সা চালক, পথচারী সহ প্রত্যেককে এক প্যাকেট করে মশার কয়েল ও মশারী তাদের হাতে তুলে দেয় যুবলীগ নেতাকর্মীরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, কার্যকরী সদস্য সোহাগ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোফরান বাবু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক মাহমুদ, শহর যুবলীগ নেতা দিপু মাহমুদ প্রমুখ।



ফেসবুক পেইজ