April 27, 2024, 12:13 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে দুই শতাধিক নারী-পুরুষ পেল যুবলীগের মশারি ও কয়েল

ডেঙ্গু প্রতিরোধ যুবলীগের মশোক নিধন কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে কয়েল ও মশারী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরের বাসাবাড়ি এলাকায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে মশারি ও কয়েল বিতরণ করা হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর জেলা শহরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, মশারি ও কয়েল বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চলমান এ কর্মসূচির আজ চতুর্থ দিন।

এদিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল, সদস্য মোহাম্মদ চৌধুরী বিটু, শামিম হোসেন লিটন, যুবলীগ নেতা আব্দুর রশিদ শামিম, শেখ শামছুল ইসলাম পরান, জিল্লুর রহমান সুজন, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম কাজল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহাগ, মনির হোসেন প্রমুখ।জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া জানান, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিদের্শনা অনুযায়ী লক্ষ্মীপুরের সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার জন্য স্থানীয় জনগনের মাঝে মশারি ও কয়েল বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানসহ জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে এসব কর্মসূচি অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ