April 29, 2024, 3:01 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে হাউজ ওয়ারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ২৫ দিন ব্যাপী হাউজ ওয়্যারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ রুমে এ আয়োজন করেন জেলা সমাজসেবা অধিদপ্তর। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (প্রশিক্ষক) মহিব উল্যা রিপনসহ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নরুল ইসলাম পাটওয়ারী জানান, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২৫ দিন ব্যাপী ৪০জন বেকার যুবককে ২ ট্রেডে হাউজ ওয়্যারিং, ফ্যান মেরামত ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ভাতার পাশাপাশি এককালিন ১০ হাজার অনুদান প্রদান হবে প্রশিক্ষণার্থীদের।



ফেসবুক পেইজ