May 2, 2024, 12:21 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: আগামী (১২ অক্টোবর-০২ নভেম্বর) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা ০৪ অক্টোবর (বুধবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে ও সদস্য সচিব জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, মজু চৌধুরী হাট শাখা নৌ পুলিশের ইনচার্জ আবু তাহের,কমলনগর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস,জাতীয় মৎস্যজীবী সমিতি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন মৎস্য কর্মকর্তা, কোষ্টগার্ড, নৌ পুলিশ, সাংবাদিক,মৎস্যজীবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানা হয় চাঁদপুরের মেঘনার ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কি:মি পর্যন্ত অভয়াশ্রম ঘোষণা করার হয়েছে।



ফেসবুক পেইজ