April 27, 2024, 12:32 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে আইডিইবি ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধি – বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলীর উপস্থিতিতে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা ও র‌্যালির উদ্ভোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, পৌর সভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আইডিইবি লক্ষ্মীপুর জেলার সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল আলম, সহ-সভাপতি মলয় কর্মকার, দপ্তর সম্পাদক সোহাগ পাটওয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শামিম, সদর উপজেলা সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক আবদুল খালেক, রামগতি থানার সভাপতি ইমরান হোসেন রাশেদসহ আরও অনেকে।
এসময় অতিথিবৃন্দ দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে থেকে মাঠ পর্যায়ে সেবা করা, প্রযুক্তি পরামর্শ কেন্দ্রের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে সাধারণ জনগণকে সেবা প্রদানের চমৎকার দৃষ্টান্তের কথা উল্লেখ করে এ সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সদস্য প্রকৌশলীদের শুভেচ্ছা জানান।



ফেসবুক পেইজ