May 2, 2024, 10:15 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

হানাদার মুক্ত দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা

প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনে বাংলার মুক্তিকামী জনতা। এরই ধারাবাহিকতায় ৪ঠা ডিসেম্বর ১৯৭১ সালে লক্ষ্মীপুর হানাদার মুক্ত হয়। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী লক্ষ্মীপুর শহরের বাগবাড়ীস্থ ক্যাম্প দখল করে লাল সবুজের পতাকা টানিয়ে দেয় মুক্তি বাহিনী।
দিবসটি উপলক্ষে সকালে লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সুরাইয়া জাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আবুল বাশার বশির মাষ্টার, শামসুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির তোফায়েল,সুজায়েত উল্যা, শরীফ হোসেন, তোফায়েল আহমেদ, আমীর হোসেন, নুরেরজ্জামান মাস্টারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও গৌরবময় মুক্তিুদ্ধের পটভূমি তুলে ধরেন।



ফেসবুক পেইজ