May 2, 2024, 1:43 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুর গর্ন্ধব্যপুরে মাওলানা আখতার আহম্মদ স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা মান্দারী ইউনিয়নের গর্ন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে মরহুম মাওলানা আখতার আহম্মদ স্মরণে শনিবার (০৯ ডিসেম্বর) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাও: আখতার আহমদ ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের সভাপতি ও মান্দারী ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মাঈন উদ্দিন ফারুকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম আবদুল্লা, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল,লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক নাছির উদ্দিন মাহমুদ, হাজিরপাড়া মাদ্রাসার সুপার মাওলানা খোরশেদ আলম, গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সহকারী অধ্যপক মাওলানা নুরুল আলম,মাষ্টার গিয়াস উদ্দিন, চাঁদখালী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নুরুল ইসলাম,মাওলানা জয়নাল আবেদিন, ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদ, সহসাধারণ সম্পাদক আমির হোসেন,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান,সদস্য বোরহান উদ্দিন প্রমুখ ।
আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অনেক আলেমেদ্বীন উপস্থিত ছিলেন।

উল্লেখ যে,মাওলানা আক্তার হোসেন গত ০৯/১১/২০২৩ ইং তারিখে বার্ধ্যজনিত কারণে চট্টগ্রাম একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। তারা সন্তান ও তাদের স্বজনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এই ফাউন্ডেশন গঠন করেন।
ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বিভিন্ন ইফতার বিতরণ, ঈদে পোশাক বিতরণ, ব্লাড ক্যাম্পিং, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, সামাজিক সচেতনতা, ধর্মীয় নসীহারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আয়োজন করা হয়।

 



ফেসবুক পেইজ