April 27, 2024, 5:14 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুর-৪ স্বতন্ত্র প্রার্থী ইস্কান্দার মির্জা শামীম প্রতীক পেল ট্রাক

প্রতিনিধি : লক্ষ্মীপুর-(৪) রামগতি-কমলনগর আসেনর সংসদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী ইস্কান্দার মির্জা শামীম প্রতীক বরাদ্দ পেলেন (ট্রাক) মার্কা। মির্জা শামীম আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য।সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান তার কার্যালয়ের সন্মেলন কক্ষে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মির্জা শামীম (প্রতীক) ট্রাক, মাহমুদা বেগম (প্রতীক) তবলা, আব্দুল্লাহ আল মামুন (প্রতীক) ঈগল, মোশাররফ হোসেন (প্রীতক) নৌকা, মো. সোলাইমান (প্রতীক) একতারা।
জানতে চাইলে মির্জা শামীম বলেন- মানুষ যাচ্ছে একটি পরিবর্তন। তাই সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রামগতি-কমলনগর আসন থেকে নির্বাচন করছি। কিছুক্ষণ পূর্বে রিটার্নিং কর্মকর্তা আমার প্রতীক বরাদ্দ দিয়েছেন (ট্রাক) প্রতীক। ইনশাআল্লাহ মানুষের ভালোবাসায় আমি এ নির্বাচনে ভোট করতে মাঠে নামছি। নির্বাচনে বিজয়ী হলে একটি স্মার্ট ও আধুনিক আসন হবে লক্ষ্মীপুর-৪।



ফেসবুক পেইজ