April 27, 2024, 11:26 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

প্রতিনিধি: ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় মৎস্য অভয়াশ্রম এলাকায় সুফলভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ লক্ষ্মীপুর সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ০২ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস,সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,ফরিদা ইয়াছমিন লিকা,জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের ১০ জেলের হাতে গরু তুলে দেন।
অপর দিকে পৃথক প্রকল্পের মাধ্যমে একই ইউনিয়নের ৩ জন করে ৩০ গ্রুপে মোট ৯০ জন জেলেকে মাছ ধরার সুতার জাল ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।



ফেসবুক পেইজ