April 26, 2024, 4:44 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে সামান্য ঝড়ে বিদ্যুৎ বিহীন ৫ শত পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার গন্ধব্যপুর, বারাইপুর, শহর কসবা, নিশ্চিতপুর, হোসেনপুরসহ ৫ টি গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে সামান্য ঝড় হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রোববার দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ করতে পারেনি পল্লী বিদ্যুত সমিতি।
জানা যায়, বর্তমানে দেশব্যাপি করোনা সংক্রমনের কারনে জেলায় লকডাউন চলছে । এ ছাড়া পবিত্র রমজান মাস শুরু হয়েছে ফলে গত ২ দিন মুসল্লীগণ তারাবি, ইফতার ও সেহেরীতে বিদ্যুত না থাকায় ব্যাপক দূর্ভোগের মধ্য দিয়ে অতিবাহিত করেছে।

এলাকাবাসীর অভিযোগ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবহিত করার পরও কোন প্রতিকার পাওয়া যায়নি। বর্তমান দেশব্যাপি সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ রাখতে নির্দেশ দেয় বিদ্যুত ও জ্বালানি মন্ত্রনালয়। তার পরও কর্তপক্ষের উদাসীনতায় মানুষ দূর্ভোগে মধ্য দিন অতিবাহিত করছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু তাহের রোববার দুপুরে জানান লাইন সমস্যার কারণে বিদ্যুত ওই এলাকায় বিদ্যুত সরবাহ বন্ধ রয়েছে।
জরুরী ভিতিতে লোক পাঠিয়ে সমস্যার সমাধান করে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ