April 27, 2024, 9:24 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে এমপির পক্ষ থেকে খাদ্যসহায়তাসহ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

এমপির পক্ষ থেকে বায়েজীদ ভূঁইয়ার খাদ্য সহায়তা প্রদানের কিছু খন্ড চিত্র

বিশ্ব মহামারি করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে সারাদেশে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়।লক্ষ্মীপুর জেলায় লকডাউনে  কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুরসহ সাধারণ মানুষ।

বিশ্ব মহামারি প্রতিরোধে লকডাউনে ঘরে থাকা কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা প্রদানসহ জনসাধারণ মানুষের মাঝে খাবার বিতরণের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম  অব্যাহত রেখেছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং  লক্ষ্মীপুর সদর-৩ এমপি আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল।প্রধানমন্ত্রির ডাকে সাড়া দিয়ে অসহায় জনগণের জন্য এসকল কার্যক্রম শুরু করেন তিনি।

জানা যায়, এমপির এপিএস বায়েজীদ ভূঁইয়া জীবনের ঝুঁকি নিয়ে গত প্রায় মাস থেকেই করোনা প্রতিরোধে লক্ষ্মীপুর সদর উপজেলার জনগণ কে সচেতন করার জন্য বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে মাক্স, হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লাভস, চিকিৎসক, পুলিশ, সাংবাদিকদের জন্য ব্যাক্তিগত সুরক্ষা পোশাক বিতরন সচেতনতামূলক প্রচারপত্র বিলি অব্যাহত রেখেছে।

পাশাপাশি অসহায়,দুস্থদের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে। ফোন পেলেই সাধারণ মানুষের ঘরে পোঁছে দেওয়া হচ্ছে খাবার।গতকাল ২৭ এপ্রিল পর্যন্ত পৌরসভা,ইউনিয়ন ও উপজেলার প্রায় ১৬হাজার ৫শত  পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বায়েজীদ ভূঁইয়া বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ১৬ হাজার ৫শত অসহায়, দ্স্থু, গরীব ও দিন মজুরদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।যা চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।বর্তমানে খাদ্য সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম যেমন প্রচারপত্র বিলি, মাক্স, হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লাভস, সুরক্ষা পোশাক প্রদান অব্যাহত রয়েছে। হটলাইনে ফোন পেলে বাড়ি বাড়ি পোঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী।

সাবেক বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল জানান, করোনাভাইরাস সারাবিশ্বসহ বাংলাদেশের উপর যে আঘাত এনেছে তার থেকে মুক্তি পেতে হলে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকতে হবে।

সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অসহায়,দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যা বিতরন অব্যাহত রয়েছে। আমরা ও সরকার জনগণের পাশে আছি এবং থাকবো।



ফেসবুক পেইজ