April 29, 2024, 7:10 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে নতুন শনাক্ত এক,মোট আক্রান্ত ৩৪

corona virus

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে আরও ১ জনের করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১২টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কার্যালয় থেকে জানানো হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষায় লক্ষ্মীপুরের একজনের করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ব্যক্তি সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। তবে তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সে কারণে তাকে কমলনগরের রোগী হিসাবে গণনা করা হবে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩৪ জনের। তাদের মধ্যে রামগঞ্জের ১৬ জন, লক্ষ্মীপুর সদরের ১০ জন, কমলনগরের ৪ জন ও রামগতির ৪ জন রোগী রয়েছেন।



ফেসবুক পেইজ