April 29, 2024, 12:43 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো সদর উপজেলা ছাত্রলীগ

মহামারি করোনাভাইরাস(কোভিড-১৯) বিধ্বংসী রুপ নিয়ে  ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে।আর এই করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়।আর এতে লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ।লক্ষ্মীপুরেও লকডাউনের ফলে ঘরবন্দি হয়ে আছেন সকলে।আর এতে কষ্ট পোহাতে হচ্ছে অসহায় দুস্থ ও দিনমজুরদের।

এদিকে কৃষকদের জমিতে বোরো ধান পাকতে শুরু করেছে। লকডাউনের ফলে ধান কাটার শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। আর এসময়ে কৃষকদের সংকটের মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ধান কেটে ঘরে তুলে দেয়ার ঘোষণা দিয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ এর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগ।

আজ ২৮ এপ্রিল মঙ্গলবার লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক হোসেনের নেতৃত্বে কৃষকের ধান কেটে পোঁছে দেন ছাত্রলীগের অন্যতম একটি ইউনিট।সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কৃষক হোসেন মিয়ার জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা। রোজা রেখে প্রায় ৪০শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে  দেন মোঃ তারেক হোসেন ও তার নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ।

এই সময়  সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগেরর সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আমজাদ হোসেন শান্ত, শিমুল ভূঁইয়া সহ আরো ২৭ জন ছাত্রনেতা।

জানতে চাইলে মোঃ তারেক হোসেন বলেন, করোনাভাইরাসের প্রভাবে জেলার কৃষকরা বিপাকে পড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ও লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ এবং সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান-এর দিকনির্দেশনায় কৃষকের ধান কাটার কাজ শুরু করেছি। এই করোনা মহামারিতে অসহায় কৃষকদের পক্ষে সংকটের মুহূর্তে বেশি মজুরি দিয়ে শ্রমিকদের কাজ করানো কষ্টসাধ্য। আমাদের পক্ষ থেকে ওইসব কৃষককে সহযোগিতা করা হচ্ছে। আর এটি অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ