April 28, 2024, 4:29 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

রামগঞ্জে সাবেক ইউপি সদস্য ও তার ছেলে করোনায় আক্রান্ত

৫ মে: রামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭।

সোমবার রাতে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায় সর্বশেষ তথ্যমতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা গ্রামের সাবেক ইউপি সদস্য ও তার ছেলে করোনায় আক্রান্ত। উক্ত পরিবারের অন্য তিন সদস্যের রিপোর্ট নেগেটিভ। এছাড়া কমলনগর উপজেলায় ১জন ও ১জন আক্রান্ত নতুন উপজেলা রায়পুর। বর্তমানে জেলার সবচেয়ে করোনায় আক্রান্তপূর্ণ এলাকা হচ্ছে রামগঞ্জ উপজেলা। তারপরের অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা ১৬।

সোমবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয় ও রামগঞ্জ সরকারী হাসপাতালের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন ভূইয়া মানিক। এসময় জানা যায়, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপির পশ্চিম বিঘা গ্রামের মেম্বার বাড়ি থেকে জ্বর, সর্দি কাশি ও গলা ব্যথা নিয়ে ২৭ এপ্রিল তার পুত্রসহ ৫জন পরীক্ষার জন্য নমুনা দেয়। তাদের নমুনা চট্রগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষা করা হলে দুইজনের দেহে গতকাল করোনা ধরা পড়লেও পরিবারের অন্য সদস্যদের নেগেটিভ আসে।

এদিকে স্থানীয় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে আতঙ্কে রয়েছেন। তারা জানান, উক্ত পরিবারের সদস্যরা হসপিটালে নমুনা দেয়ার পর রিপোর্ট আসার আগেই এলাকার চা দোকানসহ বিভিন্ন স্থানে আড্ডা দিয়েছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট সংগৃহীত নমুনার সংখ্যা ১২৫০ জন। ফলাফল পাওয়া গেছে ১০৭৬ জনের, বাকী রয়েছে ১৭৩ জনের নমুনার ফলাফল।



ফেসবুক পেইজ