April 26, 2024, 5:25 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ী ফিরেছেন রামগঞ্জের ৯ করোনা আক্রান্ত রোগী

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রওশন জামিলসহ ৯ করোনা আক্রান্ত সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। আজ শনিবার বিকালে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাওয়ার সময় হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ফুলেল সংবর্ধণা দেয়া হয়।

হসপিটাল সূত্রে জানা যায়, রামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের খোরশেদ আলমের সংস্পর্শে আসার পর রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রওশন জামিলসহ আক্রান্ত হন আরো ৪ কর্মকর্তা কর্মচারী। একের পর এক রামগঞ্জ উপজেলায় বাড়তে থাকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। যা বর্তমানে বেড়ে দাঁড়ায় ১৯জনে।

সর্বশেষ তথ্যমতে প্রথমবার পজেটিভ আসার পর একের পর এক তৃতীয়দফায় ৯জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রওশন জামিল, একই হসপিটালের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) বিষ্ণপদ দাস, হারবাল সহকারী শাখাওয়াত হোসেন তুহিন, পরিচ্ছন্নতাকর্মী সুমন চন্দ্র দাস, প্রথম করোনা আক্রান্ত রোগীর স্ত্রী তানিয়া আক্তার, শাশুড়ি সাহিদা বেগম, শালা আরমান হোসেন, সমেষপুর গ্রামের নাহিদুল ইসলাম। এছাড়া করোনা আক্রান্তের খবর পেয়ে হসপিটাল থেকে পালিয়ে যাওয়া আঙ্গারপাড়া গ্রামের কার্তিক চন্দ্র দাস সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, প্রথম করোনা রোগী খোরশেদ আলমের শালি তানিয়া আক্তার ও দাদি শাশুড়ী সাদিয়া আক্তারের ২য় পর্যায়ে নেগেটিভ রিপোর্ট আসে। তৃতীয়বার নেগেটিভ আসলে তাদেরকেও বাড়ী ফেরত পাঠানো হবে।



ফেসবুক পেইজ