May 4, 2024, 6:14 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রায়পুরে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকাটা

করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকলেও সরকারি নির্দেশে শহরের মার্কেটগুলো খোলায় রায়পুর পৌর শহরের মার্কেটগুলোতে মানুষের ঢল নামে। দোকানগুলোতে ভিড় করে পোশাকসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। হাতেগোনা দু’একটি দোকানে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেও বেশির ভাগ দোকানে স্বাস্থ্যবিধির মানা হচ্ছে না।

সোমবার সকাল থেকেই রায়পুর গাজী মার্কেট, সুপার মার্কেট, নিউ মার্কেটসহ সব মার্কেটেই সামাজিক দূরত্ব না মেনেই সাধারণ মানুষ কেনা কাটা করতে দেখা গেছে।

আবার শহরের রাস্তায় শত শত অটোরিকশা নামায় বিভিন্ন রাস্তার মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ভিড়ের কারনে অনেক সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় করোনার চরম ঝুঁকিতে রয়েছে রায়পুর পৌর শহরবাসী।

এছাড়াও কেনাকাটা করতে আসা কেউ সামাজিক দূরত্ব মানছে না। এতে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছেই। আইনশৃঙ্খলা বাহিনী সচেতন করতে মাঠে থাকলেও নিয়ম-নীতিতে তেমন কোন সাড়া পড়ছে না।

ক্রেতারা বলছেন, ঝুঁকি জেনেও ঈদের কেনাকাটা করার জন্য বের হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রেতারা তা মানতে চাইছে না।

উল্লেখ্য, রায়পুর উপজেলা এ পর্যন্ত করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৪জন। যার মধ্যে শিশু ১ জন রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১ জন।



ফেসবুক পেইজ