April 29, 2024, 11:40 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুর রামগঞ্জে হোম কোয়ারেন্টাইনের আইন ভঙ্গ করায় দুই জনের অর্থদন্ড

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জে হোম কোয়ারেন্টাইনের আইন ভঙ্গের অভিযোগে দুইজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ১৯ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে। এসময় প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মধ্য চন্ডিপুর গ্রামের ইমাম উদ্দিনের পুত্র কাতার প্রবাসী মো. লিটন (৪০) ও ফতেহপুর গ্রামের রুহুল আমিনের পুত্র সৌদী ফেরত আবু নোমান মো. মাসুদ (৩৫)। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, উপজেলার চন্ডীপুর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর, ফতেহপুর, জামালপুর ও মধ্য চন্ডীপুর এলাকায় বিদেশ ফেরত ৪ ব্যক্তির বাড়িতে পরিদর্শন করতে যান তিনি। এ সময় মধ্যে চন্ডীপুরের প্রবাসী মো. লিটন ও ফতেহপুর গ্রামের প্রবাসী আবু নোমানকে হোম কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করে বাড়ির বাহিরে ঘুরতে দেখা যায়।দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ