May 9, 2024, 10:26 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

মিষ্টি কুমড়ার ভেতর মিলল ১৯ কেজি গাঁজা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বড় বাজার আড়ত এলাকায় অভিযান চালিয়ে ১৮টি মিষ্টি কুমড়ার ভেতর থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার হরিসশামা গ্রামের একিন আলীর ছেলে তকদির মিয়া (২৬) ও একই থানার গোপালপুর গ্রামের জামান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫)।

 

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বড় বাজার আড়ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির খবর পায় র‌্যাব। এ সময় ওই এলাকার কফিল উদ্দিন সুপার মার্কেটের মেসার্স সততা বাণিজ্যালয়ের সামনে মিষ্টি কুমড়াভর্তি দাঁড়িয়ে থাকা পিকআপে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। ওই পিকআপে থাকা ১৮টি মিষ্টি কুমড়ার ভেতর পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী তকদির মিয়া ও পিকআপ চালক জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়েছে। এছাড়াও দুটি মোবাইল ফোনসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ থেকে শ্রীপুরের বিভিন্ন এলাকায় চোরাই পথে গাঁজা এনে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান লে. কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন



ফেসবুক পেইজ