May 3, 2024, 3:33 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

চাল পাচার : বগুড়ায় আটক ৩ জনকে দুদকে হস্তান্তর

বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের সময় আটক গুদাম কর্মকর্তাসহ তিনজনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। এদিকে ঘটনা তদন্তে জেলা খাদ্য বিভাগের গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত কাজ শুরু করেছে।

শুক্রবার (২৯ মে) রাতে গাবতলী থানা থেকে গুদাম কর্মকতাসহ তিনজনকে দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

দুদকের কাছে হস্তান্তরকৃতরা হচ্ছেন গাবতলী উপজেলার সাবেকপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম, গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম ও চাল ব্যবসায়ী আমজাদ হোসেন।

জানা গেছে, শুক্রবার সকালে সাবেক পাড়া খাদ্য গুদাম থেকে ট্রাকে চাল লোড করার সময় পুলিশ ট্রাকসহ ৩০০ বস্তা চাল ও গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলামকে আটক করে। পরে গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম ও চাল কিনতে আসা ব্যবসায়ী আমজাদ হোসেনকেও আটক করে পুলিশ। এই ঘটনায় গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ আটক তিনজনের নামে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু থানা পুলিশ সেই অভিযোগ মামলা হিসেবে রেকর্ড না করে তাদেরকে দুদকের কাছে হস্তান্তর করে।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি শনিবার থেকে কাজ শুরু করেছে।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, থানা পুলিশের কাছ থেকে অভিযুক্ত তিনজনকে বুঝে নেয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জব্দকৃত ৩০০ বস্তায় ১৫ মেট্রিক টন চাল সরকারি খাদ্য গুদাম থেকে আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইনে তাদের নামে মামলা দায়ের করা হবে।



ফেসবুক পেইজ