April 28, 2024, 12:03 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

রাজশাহীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

রাজশাহীর বাগমারা ১০ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে মজিবর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বেলা ১০ দিকে উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের উত্তর কাচারীকোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মজিবর ওই গ্রামের মৃত ইছা বাগাতির পুত্র বলে জানা গেছে। এই ঘটনায় বাগমারা থানায় মজিবর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার বেলা দশটার দিকে ওই শিশু তার বাড়ি সংলগ্ন একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় মজিবুর তার ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে একটি শয়ন কক্ষে নিয়ে মজিবর তার মুখ ঝাপটে ধরে ধর্ষণ করে। প্রায় একঘন্টা পর শিশুটি মজিবরের হাত থেকে রেহাই পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। এ সময় প্রতিবেশি ও পরিবারের সদস্যদের সে বিষয়টি খুলে বললে। এসতয় তারা এসে দেখে মজিবুর বাড়িতে তালা দিয়ে সটকে পড়েছে।
তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে খবর দেওয়া হলে বাগমারা থানা পুলিশের দুই এসআই মুসলেম ও নিয়ামুল ঘটনাস্থলে ছুটে গিয়ে ভিকটিমকে উদ্ধার ও দুই ঘন্টার অভিযানে লম্পট মজিবরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, শিশুটি স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। তার পিতা ঢাকার একটি গার্মেন্টেসে চাকরী করায় শিশুটিকে তার চাচারা দেখাশুনা করতো। স্থানীয় ইউপি মেম্বার আমজাদ হোসেন জানান, মজিবর এর আগে একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। সেসময় তার উপযুক্ত বিচার না হওয়ায় অপরাধ করার সাহস পেয়েছে।
বাগমারারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিমের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত মজিবুরকে গ্রফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক পেইজ