May 3, 2024, 3:32 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

শিক্ষানবীশগণকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিশেষ বিবেচনায় বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি. কিউ পরীক্ষায় উর্ত্তীণ সকল শিক্ষানবীশগণকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। আজ মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০.০০ থেকে ১১.০০ পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক দৃরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এসময় শিক্ষানবীশ আইনজীবী আবদুর রশিদ, মাহফুজুর রহমান, সুকান্ত মজুমদার বলেন, আমরা বিগত ১০ বছর, কেউ ৭ বছর, কেউ ৫ বছর পূর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রী অর্জন করি। বার কাউন্সিলের নিবন্ধন পেতে বিলম্ব হওয়ায় আমরা দীর্ঘ সময় ধরে দেশে বিভিন্ন বারে সিনিয়র আইনজীবীদের সাথে থেকে আইন পেশায় সেবা প্রদান করে আসছি।
কিন্তু বর্তমান করোনা মহামারীর এই সংকটময় মূর্হূতে আমরা শিক্ষানবীশগণ অত্যান্ত মানবেতর জীবন যাপন করছি। করোনার কারনে আমাদের লিখিত পরীক্ষা বার কাউন্সিল কর্তৃপক্ষ যথাসময়ে গ্রহন করতে পারে নাই। এই মহামারী যত দিন চলবে তত দিন আমাদের পরীক্ষা কাউন্সিল কর্তৃপক্ষ গ্রহন করবে না। আমরা না পারছি আইন পেশা থেকে সরে যেতে, না পারছি অন্য কোন পেশায় নিজেদের মানিয়ে নিতে।
তাই মানবিক দৃষ্টি কোন থেকে আমাদের বিশেষ বিবেচনায় অবশিষ্ট পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে নিবন্ধনভুক্ত করতে আইনমন্ত্রনালয় কর্তৃক গেজেট প্রকাশ করার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর
তারিখ-০৯.০৬.২০২০ ইং



ফেসবুক পেইজ