April 27, 2024, 12:18 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

রায়পুর চরমোহনা ইউনিয়নে একরাতে ৫ ঘরে সিঁদ কেটে চুরি

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ৩নং চরমোহনা ইউনিয়নে একই রাতে ৫ ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে ।

জানা যায়,সোমবার দিবাগত রাতে উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৬ নং এবং ৮ নং ওয়ার্ডে এই চুরির ঘটনা ঘটে। প্রাপ্ত সংবাদে জানাযায়, ৬নং ওয়ার্ডের প্রবাসী আব্দুর রহমান বাড়ির রহমানের টিনের ঘরের বেড়ার নিছ দিয়ে সিঁদ কেটে দুইটি দামী মোবাইল নিয়ে যায় এবং একই ওয়ার্ডের চাঁনমিয়া নতুন মালের বাড়ির চাঁনমিয়ার ঘরের সিঁদ কেটেও একটি স্মার্টফোন নিয়ে যাওয়া হয়।

অপরদিকে একই রাতে উল্লেখিত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছৈয়াল বাড়ির আরিফের ঘরেও সিঁদ কেটে একটি মোবাইল চুরি করা হয়। এছাড়া ঐ ইউনিয়নের মোক্তার মিঝি বাড়ি ও সোহেল বাহাদুরের বাড়িতে সিঁদ কাটা হয় তবে ঘরে কোনকিছু না পেয়ে তারা চলে যায় বলে প্রতক্ষ্য দর্শীরা জানান।

এক রাতে একই ইউনিয়নের ৫ বাড়িতে এই চুরির ঘটনায় এখন সেই এলাকাবাসীর মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে ৩নং চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান শফিক পাঠানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাকে বিষয়টি কেউ অবগত করেনি, আপনাদের কাছ থেকে এখন জানতে পারলাম।



ফেসবুক পেইজ