April 27, 2024, 4:23 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে নারিকেল পাতায় ছত্রাক আক্রমনে নানান গুঞ্জন !

রাতের অন্ধকারে নারিকেল গাছের পাতায় সাদা সাদা চুনের ফোটার মত দেখতে পেয়ে চারিদিকে প্রাকৃতিক মহামারী বা অজানা শঙ্কা নিয়ে সাম্প্রতিক সময়ে একধরনে গুঞ্জন শোনা যাচ্ছে।

এনিয়ে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে মানুষের মুখে মুখে হঠাৎ এই গুঞ্জন যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে !

আসলে সাদা সাদা দেখতে এই চুনের ফোটা সত্যি কি মহামারী ? আতঙ্ক বা ভয়ের কিছু ? কৃষিবিদ এবং কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোয়ার্দী বলেন এটি একধরনের ছত্রাক বা সাদা মাছির আক্রমন।

বর্ষাকালে গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে রসালো হয়ে যায় বলে এই মাছি পাতার রস চুশে খেতে পছন্দ করে। তবে এরা গাছের নারিকেল বা পরিবেশের জন্য এমনকোন হুমকি নয়।

তারপরও নারিকেল গাছের পাতায় এইধরনের মাছির আক্রমন বেশি দেখা দিলে বাজারে “মার্শাল” নামক একধরনের কীটনাশক পাওয়া যায়, এক লিটার পানিতে ১ এম এল মার্শাল মিশিয়ে গাছের পাতার স্প্রে করে দিলে এই পোকা দমন হয়ে যায়।

তিনি আরও বলেন রাতের অন্ধকারে সবুজ পাতায় সামান্য আলো পড়লে সাদা অংশটা এমনিতেই একটু বেশি চোখে পড়ে। এটা নিয়ে গুঞ্জন বা আতঙ্কিত হওয়া হাস্যকর।



ফেসবুক পেইজ