April 29, 2024, 2:21 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রায়পুরে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : মুজিব বর্ষের আহ্বান,লাগাই গাছ বাড়াই বন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে শেখ মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে রায়পুরে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ এবং পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধীনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন ফলজ ও বনজ ধরনের এক কোটি গাছের ছারা এবার বিতরণ করা হচ্ছে, যার ধারাবাহিকতায় রায়পুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উপজেলায় বিশ হাজার তিনশ’টি গাছের ছারা জনসাধারণের মাঝে বিতরণ করা হবে।

এছাড়া স্মারক বৃক্ষ হিসেবে এগুলোকে রক্ষনাবেক্ষন করা হবে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি ফলজ ও দুইটি বনজ বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।



ফেসবুক পেইজ