May 2, 2024, 3:37 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

উত্তরায় প্রাইভেট হাসপাতালে করোনা রোগী, প্রতিবাদে বিক্ষোভ

রাজধানী উত্তরায় একটি প্রাইভেট হাসপাতালে করানো ভাইরাস আক্রান্ত রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দেয়া হবে জানতে পেরে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের বাধার মুখে পড়ে তারা। এ সময় ভাংচুর, হাতাহাতি ও হট্টগোলের সৃষ্টি হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের রিজেন্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।আতঙ্কিত এলাকাবাসী মনে করছে, আবাসিক এলাকায় রিজেন্ট হাসপাতালে করোনা ভাইরাসের রোগীর চিকিৎসা করা হলে স্থানীয় বাসিন্দারা অধিক ঝুঁকিতে পড়বেন।জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে কয়েকশত মানুষ রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ মিছিল বের করে। পরে বিশাল মিছিলটি উত্তরা পশ্চিম থানার ১৭ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়িতে অবস্থিত রিজেন্ট হাসপাতালে সামনে যায়।এ সময় মিছিলকারী জনতা হাসপাতালের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হাসপাতালের লোকজন তাদেরকে বাধা প্রদান করে। একপর্যায়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়, হাতাহাতি ও হট্টগোল বাধে। এ সময় মিছিলকারী স্থানীয় জনতা হাসপাতাল ভাংচুরের চেষ্টা চালায় এবং হাসপাতালে ইঁট পাটকেল নিক্ষেপ করে।খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে পুলিশের সঙ্গে মিছিলকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে ছবি ও তথ্য সংগ্রহকালে স্থানীয় জনতা ও পুলিশের বাধার সম্মুখীন হন। পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক মনির হোসেন জীবন লাঞ্জিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার পর রাত সোয়া ৯টার দিকে রিজেন্ট হাসপাতালে ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ জরুরী বৈঠক করেন।বৈঠক শেষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শরীফুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা এখানে করোনা ভাইরাসের রোগী ভর্তি কিংবা চিকিৎসা সেবা নিতে দেবো না। আমরা উত্তরাবাসীরা খুব আতংকের মধ্যে আছি। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় প্রশাসনের বৈঠক করেছি। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন (এমপি) কেও অবহিত করা হয়েছে।এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা জানান, করোনা ভাইরাসের রোগী চিকিৎসা করার জন্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫টি হাসপাতাল অনুমতি নিয়েছিল। তার মধ্যে রিজেন্ট হাসপাতাল রয়েছে। আমরা তাদের কাগজপত্র দেখেছি। আমরা হাসপাতাল বন্ধ করতে পারিনা। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপার। তারা এ বিষয়ে সিদ্বান্ত নেবেন।এ বিষয়ে জানতে রোববার রাত সাড়ে ৯টায় ডিএনসিসি ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের ভাই মো. সোহেল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ঘটনার পর আমার মামাতো ভাই কাউন্সিলর মো. শরীফ রহমানকে র‌্যাব সদস্যরা ১১ নম্বর সেক্টর থেকে ধরে র‌্যাব-১ উত্তরা কার্যালয়ে নিয়ে গেছে।’রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি র‌্যাবের হেফাজতে ছিলেন বলেও জানান তিনি।



ফেসবুক পেইজ