May 2, 2024, 5:51 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রংপুরে ভুয়া চিকিৎসকসহ পাঁচজন গ্রেফতার, ৩ লাখ টাকা জরিমানা

রংপুর নগরীর ধাপ কেল্লাবন্দ এলাকার মেডিনোভা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে অভিযান চালিয়ে সনাতন চন্দ্র (৩৪) নামে এক ভুয়া চিকিৎসসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় সিভিল সার্জন অফিসের অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না থাকায় ছয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানাসহ একটি হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুলাই) বিকেলে নগরীর ধাপ আরকে রোড ও চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, সিভিল সার্জন অফিসের অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে চেকপোস্ট এলাকার ন্যাশনাল কমিউনিটি হাসপাতাল ও সমতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই অভিযোগে আরকে রোডের আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড নার্সিং হোমকে এক লাখ টাকা জরিমানা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা, মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা এবং ধাপ কেল্লাবন্দ এলাকার মেডিনোভা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ভুয়া চিকিৎসক সনাতন চন্দ্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- ওই নার্সিং হোমের স্টাফ তুলেশচন্দ্র, আমিনুল ইসলাম, আমিনুল ও শাহানুর।



ফেসবুক পেইজ