April 27, 2024, 3:54 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

হাত থেকে মেহেদীর রং না মুছতেই রায়পুরে ঝুলন্ত বধুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : এখনও হাত থেকে মুছে যায়নি মেহেদীর রং,শরীরে কাঁচা হলুদের গন্ধ আর ঘোমটা পরা লজ্জাবতী বধু, মাত্র তিন দিন আগের কথা,কিন্ত এরইমধ্যে সেই নব বধুটির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রায়পুরে। মাত্র বিয়ের তিন দিনের মাথায় তানিয়া আক্তার (২০) নামের ঐ নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারের পাশে নাইয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তানিয়া আক্তার একই এলাকার জেলে আব্দুস সালেমের ছোট মেয়ে। পুলিশ ও স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে তানিয়ার পরিবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রামে এসে বসবাস করছেন। পিতা ও সৎ মা সহ তারা তিন ভাই ও ছয় বোন। শনিবার রাতে খাসেরহাট বাজারের পাশে দিঘীরপাড় এলাকার মৃত রহমত আলীর ছেলে এক সন্তানের জনক ঢাকার গার্মেন্টকর্মী সালাউদ্দিন বিয়ে করেন তানিয়াকে।

সোমবার বিকালে তানিয়ার সঙ্গে ঝগড়া করে ঢাকা চলে যান সালাউদ্দিন। মঙ্গলবার সকাল ৯টায় বড় ভাই আবু বক্করের বাড়ি থেকে বাবার ঘরে এসে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন নববধূ তানিয়া আক্তার। এ ঘটনা জানতে সালাউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রায়পুর হাজিমারা পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজান বলেন, আমরা যাওয়ার আগেই তানিয়ার লাশ মাটিতে নামিয়ে রাখা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই অপমৃত্যুর মামলা করেছেন। রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



ফেসবুক পেইজ