April 28, 2024, 4:17 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরের রায়পুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির পাশের খালে হাত-মুখ ধুতে গিয়ে ইমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ইমন ওই ওয়ার্ডের মোল্লাবাড়ির রুবেল হোসেনের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শিশুর চাচা মো. রাসেল জানান, ইমন কাউকে না বলে একা খালে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এক পর্যায়ে পা পিছলে সে পানিতে পড়ে যায়।

এক প্রতিবেশী চিৎকার দিলে ইমনকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরমোহনা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সুমন হোসেন জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।



ফেসবুক পেইজ