April 26, 2024, 5:44 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

কাশ্মীরে আশুরার শোক পদযাত্রায় পুলিশের পেলেট গান, আহত কয়েক ডজন

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পুলিশের বাধায় পণ্ড হয়েছে পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত শোক পদযাত্রা। শত শত মানুষের এই শোক পদযাত্রায় ভারতীয় পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে কাশ্মীরে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

কাশ্মীেরের স্থানীয় বাসিন্দা জাফর আলী ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল।

সংঘর্ষের অন্যান্য প্রত্যক্ষদর্শীরা বলছেন, জনসমাগম ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়েছে।

তবে পুলিশ বলছে, নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।

ইকবাল আহমাদ নামের অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, শোক পদযাত্রায় সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে। এই শোক পদযাত্রা মূলত শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন।

শ্রীনগরের একটি হাসপাতালের কর্মীরা মার্কিন বার্তাসংস্থা এপিকে বলেন, অন্তত ৩০ জন পেলেট ও টিয়ারগ্যাসের জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাশ্মীরের এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

কাশ্মীরের বাসিন্দারা বলছেন, পুলিশের হামলায় আহত আরও অনেক মানুষকে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়ে।

এ সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

নিহত অন্তত ৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পৃথম দু’টি গোলাগুলির ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক সদস্য ও সাত বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনার পরপরই কাশ্মীরে পবিত্র আশুরার শোক পদযাত্রায় বাধা দেয় পুলিশ।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, শনিবার ভোরে দিকে দক্ষিণাঞ্চলের পুলওয়ামা জেলার একটি গ্রামে সেনা-পুলিশের তল্লাশি অভিযানের সময় তিন বিদ্রোহী ও এক সেনা সদস্য নিহত হন।

এর আগে শুক্রবার পুলিশ, প্যারামিলিটারি ও সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় সোপিয়ান জেলায় চার বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এ সময় একজনকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬৮ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।



ফেসবুক পেইজ