May 8, 2024, 5:22 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

করোনায় আক্রান্ত বলে অপবাদ দেয়ায় যুবকের আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত বলে অপবাদ দেয়ায় জাহিদুল ইসলাম (৩৬) নামে যুবক আত্মহত্যা করেছেন অভিযোগ উঠেছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত জাহিদুল ইসলাম রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ।স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম গত দেড় মাস ধরে ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই থেকে তিন দিন আগে তিনি গ্রামের বাড়ি রামচন্দ্রপুরে আসেন। হাঠাৎ সর্দি-জ্বরে আক্রান্ত হলে তাকে এলাকার লোকজন করোনায় আক্রান্ত বলে সন্দেহ করে। এলাকার লোকজনের এই অপবাদ সইতে না পেরে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। বুধবার সকালে গাছে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বলছে- করোনাভাইরাসে আক্রান্ত বলে অপবাদ দেয়ায় জাহিদুল আত্মহত্যা করেছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে।



ফেসবুক পেইজ