May 8, 2024, 8:17 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রায়পুরে নানার বাড়িতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজিস্ব প্রতিনিধি ॥
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে প্রবাসীর দুই শিশু পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে (৩০ অক্টোবর) পৌরসভার ৭নং ওয়ার্ড তোফাদার বাজার সংলগ্ন মোল্লা বাড়ীতে এঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু হলো, উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের প্রবাসী মোঃ কামাল হোসেনের ছেলে শিহাব (১৮ মাস) ও ১০নং রায়পুর ইউপির মিতালীবাজার এলাকার প্রবাসী মোঃ সেলিমের ছেলে মোঃ আবদুল্লাহ (২)।

নিহত শিশুদের নানা আবদুল কাদের জানান, সোমবার তার দুই মেয়ে শিমু ও ইমু তাদের সন্তানদের নিয়ে তার বাড়ীতে বেড়াতে আসেন। ঘটনার সময় পরিবারের সদস্যদের অগোচরে তার দুই নাতি শিহাব ও আবদুল্লাহ এক সঙ্গে বাড়ীর পাশের পুকুরে খেলা করতে যায়। তাদের কোথাও না পেয়ে একঘন্টা পর লাশ পুকুরে ভেসে উঠে ও তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। পরে ডাক্তার শিশুদের মৃত ঘোষনা করেন। সন্ধায় তাদের পিতার বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, পুকুরের পানিতে ডুবে দুই প্রবাসীর দুই শিশু পুত্রের মৃত্যুর ঘটনায় খুবই দুঃখজনক। জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে।



ফেসবুক পেইজ