May 6, 2024, 3:17 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রায়পুর পৌর শহরে ভ্যান অটোরিক্সা সিএনজি’র দাপটে অতিষ্ঠ জনসাধারণ

নিজস্ব প্রতিবেদক : ভ্যান,অটোরিক্সা,সিএনজিসহ ব্যাটারি চালিত রিক্সার দাপটে অতিষ্ঠ লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের জনসাধারণ। রায়পুর উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র হিসেবে ক্ষ্যাত রায়পুর পৌর শহরে সকাল হতে না হতেই প্রধান প্রধান সড়ক গুলোতে অবস্থান নেয় সিএনজি,অটোরিক্সা, সব্জি বিক্রয়কারী ভ্যান গাড়ি গুলো। বেশ কয়েকবার স্থানীয় প্রশাসন রাস্তার উপর থেকে এদেরকে সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিলেও কার্য্যত এসবের তোয়াক্কা করছেনা এসব জানবাহনের চালকেরা। রাস্তার দু’পাশ জুড়েই এদের অবৈধ পার্কিংয়ের কারণে কঠিন ভোগান্তির সন্মুখীন হচ্ছে সাধারণ পথচারীসহ দোকান মালিকেরা। রায়পুর বাজারের বিশিষ্ট মুদি ব্যাবসায়ী মিনার ভূঁইয়া বলেন, দশটা মিনিটের জন্যও দোকানের সন্মুখ জায়গাটা খালি থাকেনা। রিক্সাওয়ালা সরেগেলে অটোরিক্সা এসে দাঁড়ায়,অটোরিক্সা সরে গলে সিএনজি এসে দাঁড়ায়,সিএনজি সরে গেলে কাঁচা তরকারি নিয়ে ভ্যানগাড়ি এসে দাঁড়ায়,এভাবেই সকাল থেকে রাত অবদি চলতে থাকে। দোকানের সামনে তাদের প্রতিবন্ধকতার কারণে দোকানে কাস্টমার ডুকতে পারেনা। একই অভিযোগ করেন ইলেকট্রিক দোকানদার সোহেল, তিনি বলেন লক্ষ্য লক্ষ্য টাকা ইনভেষ্ট করে দোকানপাট খুলে বসেছি কিন্ত দোকানের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে দোকানে কাস্টমার ডুকতে বাধাগ্রস্থ হচ্ছে। প্রতিমাসেই দোকানের ভাড়া,বিদ্যুৎ বিল,নিজের পারিশ্রমিক,কর্মচারীর বেতনসহ সব হিসেব করলে লস গুনতে হয়। অপরদিকে সিএনজি,রিক্সা,অটোরিক্সার কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানান,আমরা পেটের দায়ে গাড়ি চালাচ্ছি,আমাদের জন্য নির্দিষ্ট কোন পার্কিং বা ষ্ট্যান্ড না থাকায় আমরা রাস্তার উপরই পেসেঞ্জারের জন্য দাঁড়াতে হয়। অপরদিকে শহর জুড়ে রয়েছে অবৈধ যানবাহনের দাপট, পৌর কর্তৃপক্ষের লাইসেন্স বা সিএনজি,অটোরিক্সা,রিক্সার কোন ক্রয়কৃত বৈধ কাগজপত্র না থাকলেও এরা দাপটের সাথে বেপরোয়া দাবড়িয়ে বেড়াচ্ছে শহরের অলিগলি। বিভিন্ন সূত্র থেকে জানাযায়, এদের মধ্যে অনেকগুলি রয়েছে চোরাই মাল। রায়পুর উপজেলার বাহিরের বিভিন্ন জায়গা থেকে এরা যানবাহন চুরি করে নিয়ে এসে এখানে চালাচ্ছে,কিন্তু স্থানীয় প্রশাসনের অতৎপরতার কারণে এরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে। রায়পুর পৌর শহরের লক্ষ্মীপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক,জিরো পয়েন্ট (থানা কর্ণার) থেকে হায়দরগঞ্জ সড়ক,মধ্যবাজারের প্রতিটি অলিগলি, আব্বাস আলী সড়কসহ প্রতিটি সড়কেই প্রতিনিয়ত জানযট লেগে থাকতে দেখা যায়,যার মূলে রয়েছে যত্রতত্র পার্কিংসহ কাঁচা সব্জি বা ফলমুল বিক্রয়কারী ভ্যান চালকেরা। একদিকে পথচারী বা নানান কাজে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচলে যেমন ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে রাস্তা দিয়ে একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যানবাহন গুলোও জ্যামে পড়ে গিয়ে জনসাধারণে দুর্ভোগ আরও বেড়ে চলছে। সড়ক থেকে অবৈধ পার্কিং সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের জোরালো ভূমিকা নেওয়া উচিৎ বলে মনে করছেন সুধি সমাজের লোকজন।



ফেসবুক পেইজ