May 3, 2024, 5:51 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

মোহনগঞ্জে ইঞ্জিনের ধাক্কার ট্রেনের বগি লাইনচ্যুত

নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় লোকাল ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোহনগঞ্জ স্টেশনে এ ঘটনা ঘটেছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ূয়া জানান, লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনের দুই নম্বর লাইনে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করার জন্য অপেক্ষমান ছিল। রাত ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করে। এ সময় বগি থেকে ইঞ্জিন ছুটানোর পর আন্তঃনগর ট্রেনের চালক ইঞ্জিন ঘুরাতে গিয়ে দুই নম্বর লাইনে অপেক্ষমান লোকাল ট্রেনের পেছনের বগিতে ধাক্কা দেন। এতে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। পরে লাইনচ্যুত বগিটি রেখে বাকি বগিগুলো নিয়ে বারহাট্টা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। বর্তমানে লোকাল ট্রেনের একটি বগি দুই নম্বর লাইনে রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মোহনগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার মো. মোজাম্মেল হক বলেন, আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন চালকের ভুলে এমন ঘটনা ঘটেছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে আন্তঃনগর ট্রেনটি যাতে যথা সময়ে ছেড়ে যেতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।



ফেসবুক পেইজ