May 4, 2024, 4:54 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

শুটকির প্যাকেটে মিলল ২৯ হাজার ইয়াবা

কুমিল্লায় শুটকির প্যাকেটে লুকিয়ে পাচারকালে ২৯ হাজার ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সংলগ্ন উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রাম জেলার হালিশহর থানার মধ্য রামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. শাহীন (৫০) ও মৃত ফজল আহমেদের ছেলে জহির আহমেদ (৫৫)।

রোববার বেলা ১১টার দিকে নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী জহির আহমেদ ও শাহীনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।



ফেসবুক পেইজ