May 4, 2024, 4:51 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

ভারতের ফুরাংপাড়া এলাকায় গুলিতে নিহত সহিজল ওরফে শিক্কু মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

নিহত সহিজল ওরফে শিক্কু মিয়া জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জামালপুর বকশীগঞ্জ সীমান্তের কামালপুর স্থলবন্দর পয়েন্ট দিয়ে লাশটি হস্তান্তর করে বিএসএফ।

এর আগে সোমবার (১৫ ফেব্রুয়ারী) ভারত-বাংলাদেশ সীমানা পিলারের মাঝামাঝি ভারতের ফুরাংপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশি যুবকের লাশটি পড়ে ছিল।

শিক্কু মিয়া রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার।

সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে বিএসএফের সঙ্গে বিজিবির এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে নিহত শিক্কু মিয়া বাংলাদেশি হিসেবে শনাক্ত না হওয়ায় তার লাশটি বিএসএফ নিয়ে যায় এবং ময়নাতদন্ত করে।

পরে বিজিবির কাছে ছবি দেখে শিক্কু মিয়ার স্ত্রী মলিদা বেগম লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন। পরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে লাশ ফেরত দিতে রাজি হয় বিএসএফ।

লাশ হস্তান্তরের সময় ভারতের পক্ষে ২৮ বিএসএফ ব্যাটালিয়ন সহকারী কমান্ডার পি ডলি এবং বাংলাদেশের পক্ষে বিজিবির সুবেদার আজমত আলী নেতৃত্ব দেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, লাশটি প্রথমে অজ্ঞাতনামা ছিল। পরে ভারতে ময়নাতদন্ত সম্পন্ন হলে মঙ্গলবার সন্ধ্যা পর লাশটি গ্রহণ করে শিক্কু মিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।



ফেসবুক পেইজ