April 30, 2024, 6:22 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

গোবিন্দগঞ্জে শহীদ মিনার থেকে ককটেল ও ছুরিসহ আটক ২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তিনটি তাজা ককটেল ও ছুরিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহারুল ইসলাম ও একই উপজেলার বার টিকরি গ্রামের মিলন মিয়া।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আফজাল হোসেন বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ। এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসেছিলেন আটককৃত সাহারুল ও মিলন। তারা দুজন পকেট থেকে ককটেল বের করার সময় বিষয়টি নজরে পড়ে পুলিশের। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি লম্বা ছুরি পাওয়া যায়।

ওসি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজন শহীদ মিনারে উপস্থিত মানুষদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।



ফেসবুক পেইজ