May 5, 2024, 3:50 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

ছিনতাইকারী চক্রের ৮ নারী সদস্য আটক

গাজীপুরে ছিনতাইকারী চক্রের আট নারী সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রয়ারি) সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে লেগুনায় ছিনতাইয়ের সময় পুলিশ তাদের আটক করে।

জানা গেছে, উপজেলার কাতলামারা এলাকার আবু-তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য লেগুনায় উঠার চেষ্টা করে। এ সময় ৮-১০ জনের মহিলা ছিনতাইকারী দল গতিরোধ করে লেগুনায় উঠার কৌশল তৈরি করে সালেহা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে বিষয়টি বাসস্ট্যান্ডের পথচারীরা আঁচ করতে পেয়ে পুলিশকে খবর দেয়। জয়দেবপুর থানার এসআই ওয়াসিমের নেতৃত্বে সঙ্গী ফোর্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সত্যতা পাওয়ায় আটক আট মহিলা ছিনতাইকারীর নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।



ফেসবুক পেইজ