April 29, 2024, 12:40 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ রোধে সিভিল,জেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

বিশ্ব মহামারি নোভেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক্ষ্মীপুরে সিভিল প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় জনসচতেনতায় সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং, স্বাস্থ সুরক্ষায় সাবান, হ্যান্ডগ্লাপ্স ও মাস্ক বিতরণ করা হয়। একই সাথে বিভিন্ন স্থানে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোঃ শহিদুল ইসলাম, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট  মুহতাসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমূখ।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাটে-ঘাটে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে। পরস্পর তিন ফুট সামাজিক দুরত্ব বজায় রাখতে নিত্যপণ্য ও ঔষধের দোকানের সামনে লাল বৃত্ত এঁকে দেয়া হচ্ছে, সংক্রমণ সুরক্ষায় হতদরিদ্র ও দিনমজুরদের মাস্ক, সাবানসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। এছাড়া হোম কোয়ারাইন্টাইনে থাকা ব্যক্তিদের কোয়ারাইন্টাইন মানা হচ্ছে কিনা তাও নিয়মিত তদারকি করছে সেনাবাহিনী টিম। সবাইকে নিজ দায়িত্ব সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা।

পুলিশ সুপার ড. এ এইচ কামরুজাজামান বলেন, গ্রাম-গঞ্জে মানুষের সামাজিক দুরত্ব বজায় রাখাসহ জনসচেতনামূলক কাজ করছে পুলিশ। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান অংশ নেয়ার পাশপাশি প্রতিটি সড়কে ট্রাফিক পুলিশের মাধ্যমে সচেতন করা হচ্ছে। একইসাথে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড গ্লাপ্স, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। উপার্জন বন্ধ হয় যাওয়া ব্যক্তি এবং দৈনিক মজুরিকৃত মানুষদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

 

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছি। সরকারের নির্দেশ মোতাবেক জেলায় নিত্যপণ্য ও ঔষধের দোকান ব্যতিত সকল প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। মানুষকে সচেতন করতে নির্বাহী ম্যজিষ্ট্রেটদের মাধ্যমে জেলা-উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় কোন আক্রান্ত হয়নি। বিদেশ ফেরতদের হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হচ্ছে। কোয়ারাইন্টাইন অম্যানকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমান করা হচ্ছে। হাট-বাজারে জনসচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণসহ স্বাস্থ্য সুরক্ষায় সকল উপকরণ বিতরণ করা হচ্ছে। সরকারী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ