April 29, 2024, 11:59 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে এডভোকেসী সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী (৫-১৯ জুন) সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা এডভোকেসী সভা আজ মঙ্গলবার (০১ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেল সিভিল সার্জন ডা: আবদুল গফফারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (রায়পুর) ডা: মো: জাকির হোসেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: ইসমাইল হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন আগামী ৫-১৯ জুন দেশ ব্যাপি (৬-১২) মাস বয়সী জেলায় মোট ৩৩ হাজার ৩ শত ৪০ শিশুকে নীল রঙের ও (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ৬৪ হাজার ৯ শত ৫৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ইতিমধ্যে কর্মী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী কেন্দ্র এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া বাদ পড়া শিশুদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন অসুস্থ ও ৪ মাসের ভিতরে ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে এমন শিশু এবং ৬ মাসের কম বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবেনা।

তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও সার্থক করতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।



ফেসবুক পেইজ