May 4, 2024, 10:41 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে রেশনিং সিস্টেমে শেখ মনি ফুড ব্যাংক এর মাসব্যাপী কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে লক্ষ্মীপুরে মানবিক যুবলীগের পক্ষে ৫০০ গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে শেখ মনি ফুড ব্যাংক। রেশনিং সিস্টেম আদলে রেশন কার্ড বিতরণপূর্বক বৃহস্পতিবার (৮ আগস্ট) লক্ষ্মীপুর উত্তর তেমুহনী, দালালবাজার, জকসিন, মান্দারী, চন্দ্রগঞ্জ, রায়পুর ও রামগঞ্জের মীরগঞ্জ সহ বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনার এই মহাসংকটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ওই কর্মসূচি পালন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। রেশন কার্ডধারীরা প্রতি মাসে ৬ দিন পাবে এসব খাদ্য সহায়তা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, চিনি, তৈল, পেঁয়াজ ও আলু। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে ওই ফুড ব্যাংক চালু করা হয়।

জানা যায়, জাতির জনকের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণেই যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া নিজ অর্থায়নে গরীব মানুষের জন্য এমন আয়োজন করেন। করোনার প্রারম্ভ থেকেই কৃষকের ধান কাটা, খাদ্য সামগ্রী, রান্না করা খাবার, অক্সিজেন, অ্যাম্বুলেন্স সেবা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। ভবিষ্যতে মানবিক যুবলীগের পক্ষে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বায়েজীদ।



ফেসবুক পেইজ