April 27, 2024, 9:09 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ের প্রস্তুতির প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে শারিরিক ও মানসিক নির্যাতন করে দ্বিতীয় বিয়ে করার প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সজীব চন্দ্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী মিলি রানী পাল। ১ জানুয়ারি (শনিবার) দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী মিলি রানী পাল বলেন, ২০১১ সালে কুমিল্লা বড়ুয়া থানাধীন লক্ষীপুর গ্রামের সজীব চন্দ্র পালের সাথে পারিবারিক ভাবে সনাতনী নিয়ম অনুযায়ী বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ঘরে ১টি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্বামী সজিব। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে শশুর-শাশুড়ি, দেবর ও সজীব নিজে মারধর সহ নানা ভাবে শারিরিক-মানসিক নির্যাতন চালায়। গত ১ বছর পূর্বে নিজের সন্তানকে জোরপূর্বক রেখে দিয়ে মিলিকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় শ^শুর বাড়ির লোকজন। বর্তমানে স্ত্রী মিলিকে মানসিক রোগী সাজিয়ে আরেকটা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। এসব ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসন ও প্রধানন্ত্রীর সহযোগিতা এবং বিচারের দাবি করেছেন ভুক্তভোগী এই নারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর নারীর মা শেফালী পাল, ভাই মৃদু কুমার পাল।



ফেসবুক পেইজ