April 27, 2024, 4:39 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে লাইন্সেস না থাকায় ৩ ফার্মেসীকে জরিমানা

প্রতিনিধি: মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি, সরকারী ওষুধ রাখা এবং লাইন্সেস না থাকায় লক্ষ্মীপুরে ৩ ফামের্সীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১২ অক্টোবর (বুধবার) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন এর নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।
জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী সাংবাদিকের জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখায় এবং সরকারী ওষুধ বিক্রিসহ নানান অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রামগতি সড়কের মিনা ফামের্সী কে ১ হাজার টাকা, রয়েল মেডিকেল হল কে ১ হাজার টাকা এবং রামগতি উপজেলার চরসীতা এলাকার ফেন্ডস ফার্মেসী ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন জানান, ওষুধ আইন ১৯৪০ এর ১৮ (গ) এবং ২৭ ধারায় ৩ ফার্মেসীকে মোট ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।



ফেসবুক পেইজ