May 3, 2024, 9:20 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

বিদেশ ফেরত ২১৪ জন লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে করোনা ভাইরাস আতঙ্কে এক শিশুসহ ২১৪ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ বিভাগ। আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে করোনা ভাইরাস আতঙ্কে এক শিশুসহ ২১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা প্রত্যেকে ব্যাক্তি বিভিন্ন দেশ থেকে এসেছে। এর মধ্যে সম্প্রতি একজন কুয়েত থেকে আসার পরদিন এক মামলায় জেলা কারাগারে রয়েছেন। সেখানেই তাকে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন আবদুল গফফার জানান, লক্ষ্মীপুরে মোট ২১৬ জন কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ২ ব্যাক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে বাকী ২১৪ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর জেলায় যে সকল ব্যাক্তি বিদেশ থেকে এসেছে প্রশাসনের সহযোগীতায় তাদের বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকল পেশার লোকজনের সহযোগীতা প্রয়োজন।



ফেসবুক পেইজ