April 28, 2024, 10:57 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

রামগঞ্জে শিশু সন্তান নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রামে ডুবাই প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম রোববার বিকেলে ১৬ মাসের শিশু সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রবাসীর পিতা আঃ মতিন চাটখিল থানায় একটি সাধারন ডায়েরী করেছে।
সুত্রে জানায়,উপজেলার পুর্ব করপাড়া গ্রামের দেওয়ান বাড়ির ডুবাই প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম রোববার বিকেলে চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের চেরাগ আলী বেপারী বাড়ির পিত্রালয়ের যাওয়ার উদ্দেশ্যে ১৬ মাসের শিশু সন্তান আদনান ওরপে তানজিদ হোসেনকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাহির হয়। করপাড়া গ্রামের রিক্সাচালক আমিরুল ইসলামের রিক্সা যোগে পিত্রালয় যাওয়ার কথা বললেও তা না গিয়ে পথে নেমে যায় এবং মোবাইল ফোন বন্ধ করে দেয়। প্রবাসীর পিতা আঃ মতিন বলেন,খাদিজা চাটখিলে তার পিত্রালয়ে না গিয়ে রিক্সা থেকে পথে নেমে যাওয়ায় আমাদের সন্দেহ হয়। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার বেলা ২টা পর্যন্ত পুত্রবধু ও নাতির খবর না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। এব্যাপারে প্রবাসীর শ^াশুড়ি পুষ্প বেগম বলেন,মেয়ে এবং নাতি আমাদের বাড়িতে আসার কথা ছিলো না। আমি জামাইয়ের বাড়ির লোকের মাধ্যমে শুনেছি মেয়ে এবং নাতি ওই বাড়ি থেকে বাহির হয়ে কোথায় গেছে।



ফেসবুক পেইজ